তাহমিনা কোরাইশী ✒️
একুশ রাজপথে শব্দ বোল কষ্টিপাথরে যাচাই
আত্মত্যাগের বর্ণ লাল বুকেরই নির্যাস,
হৃদয়ের চৌকোণা ফ্রেমে
বেজায় চৌকস করে বসিয়ে তোমাকে
বর্ণ ফুলের মালায় সাজিয়ে বিশেষ একদিনে
হয়েছি আত্মহারা।
আমার এই ক্যাটরেক্স চোখে শীতল পাটির
আসন পাতা,
দিতে পারিনি উষ্ণতা সূর্যের কোল ঘেষে দাঁড়িয়েও
কেবলই পুড়ে যায় স্মৃতির পৃষ্ঠা।
একুশ তুমি রাজপথে শব্দের বোল
কৃষ্ণচুড়ায় শিশির কণায় শতদল,
স্পর্ধায় আমার গর্ব ভরা সম্পদ বাংলার বোল
মায়ের মমতায় শান্তির নিরিবিলি কোল
সারা জীবনের উপাস্য তুমি অধিকারে দেশ-জাতি
অহংকারী।
সূর্যকে সূর্যমূখী দেয় প্রেম-ভালোবাসা-সোহাগ
আমি দেবো শব্দের ভ্রুণে জন্ম নেয়া প্রত্যয়,
থাকবে না এই চলা আশ্রয়হীন রাত
কাটবে না পথ আর নিদারুণ শঙ্কায়।
দাঁড়াবো তোমাকে ছুঁয়ে আমার বর্ণের আজন্ম অহংকারে।
0 মন্তব্যসমূহ