বাংলার শ্রেষ্ঠ সন্তান

তাহমিনা কোরাইশী ✒️

কিংকর্তব্যবিমূঢ় ছিল একদিন বাংলার মানুষ
সেদিনের সেই রূঢ় পৈশাচিকতায়
আজও নিরবে অশ্রু বিসর্জন
বদলে গেছে সময় বদলে গেছে জীবন।
ঝুম বৃষ্টিতে হেসে ওঠে সবুজে সবুজ প্রকৃতি
ফুলেরা তোমায় আরতি দেবে বলে বাগান সাজায়
আনন্দে উদ্বেল লাল সবুজের আমাদের পতাকা
দৃঢ় প্রত্যয়ে জেগে আছে ছাপান্ন হাজার বর্গমাইল জমিন।
তোমার যোগ্য উত্তরসূরী নিয়েছে হিসেব কড়ায় গন্ডায়
দণ্ডে দণ্ডিত আজ সেই নরপিশাচের দল।

আজ জানাই শতবর্ষের শত সালাম হে মহান
তোমার জন্য কন্ঠে আনন্দ সংগীত হে মহীয়ান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলার শ্রেষ্ঠ সন্তান
আছো আমাদের হৃদয়ে চিরদিন হে অনির্বণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ