একটি মেয়ের অপূর্ন স্বপ্ন

 মানব দেবনাথ ✒️

একটা মেয়ে স্বপ্ন দেখে, তার ভালোবাসার মানুষের;
ভাবে ভালোবাসার মানুষটা কেবল তারই হবে।
মেয়েটা জানেনা আরও একটি মেয়ে তার মত করে,
তার ভালোবাসার মানুষটাকে নিজের করে ভাবে।

মেয়েটা স্বপ্ন দেখে ভালোবাসার মানুষের সাথে ,
ঘুরতে যাবে পাহাড়ি দেশে।
মেয়েটি ভাবে ভালোবাসার মানুষটা তাকে;
"কসম কি কসম" গানটি শোনাবে।
মন খারাপের সঙ্গী হবে তার,
হবে তার "চাট"খাওয়ার সাথী।
বোকা মেয়ে! বুঝেনা তার ভালোবাসার অনুভূতি ,
যে তার ভালোবাসার মানুষটি বুঝেনা।
সেই মেয়েটা স্বপ্ন দেখে পথের ধারে হবে একটা কুড়ে ঘর;
সেথায় থাকবে মধ্য রাত জাগা সুখ সারাক্ষণ।
অথচ তার অজানাই রয়ে যায়, অমন ঘরের স্বপ্ন;
তার ভালোবাসার মানুষটি এবং ওই আরেকটি মেয়ে ভাবে আনমন।
মেয়েটার স্বপ্ন মিশে যায় ওই আরেকটি মেয়ের মাঝে,
আর এইভাবেই একদিন ওই আরেকটি মেয়ে স্বপ্ন পূরণ হবে;
আর এই মেয়েটির দখিনা বাতাসে যায় বয়ে।
ও মেয়ে! কষ্ট হবে কিন্তু ভুলে যাও,
যে আরেকটি ছেলে তোমায় অন্তর থেকে ভালবাসে;
যে তোমায় সত্যিকারই ভালো রাখতে চায়।
কিছু না ভেবে তার কাছে ফিরে যাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ