কালবিভ্রম

কালবিভ্রম
                ✍️জয়িতা দে

কোথায় আছে কালকেতু ও ফুল্লরা
কোথায় লখিন্দর বেহুলা,
আমাদের আঁকড়ে ধরা 
অক্সিস্প্রের মতো
মুঠোফোনের রসধোয়া মুন্সিয়ানা,
তাই নিরুদ্দেশ ধনপতি- লহনা- খুল্লনা।
হারিয়েছে শ্রীমন্তের দেবীচন্ডীর
পূজাপ্রচার গাঁথা,
তবুও সব যেতে পারে বলা
সাথে নিয়ে আধুনিক কথা।
কোথায় আছে শীতলামঙ্গল 
সে যে পারে না মেলাতে এখন
প্রাণের গভীরে কোনো সাঁকো?
সিলেবাসের দুপাতার অন্নদামঙ্গলে
হাঁসফাঁস ঈশ্বরী পাটনি
হারিয়েছে তার নৌকো।
চর্যাপদের শুকনো মুখ
ঠাঁই তার শুধু সাহিত্যের ইতিহাস,
এমনিই চলে যায় বছর-
জন্মাষ্টমীর ভোগে
পদাবলীর প্রকাশ।
হারিয়ে গেছে আঠেরো পুরাণ
যুগের স্রোতের তোড়ে,
চন্ডীপাঠের নাম শোনা যায়
মহালয়ার ভোরে।
পরিবর্তন‌ই যুগের নিয়ম
তবে উৎসকে ভুলে নয়
ঐতিহ্য প্রগতির মিলনে হোক
নূতনের প্রকৃত জয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ