✍️অগ্রদীপ দত্ত
সূয্যি ডোবা আকাশে কান্ত দেহে পাখী ফিরে,
খড়কুটোয় তিলে তিলে গড়ে তোলা নীড়ে৷
দিনের সাথে লেনদেন রূপ রস শেষ করে,
মহা পৃথিবীর ধূসর কিংবা ম্লান দৃশ্য মনে ধরে,
নিজের ঠিকানায় চোখে ঘুম জমায়,
প্রভাতের ফুরফুরে পাখী দিন শেষে হিসেব মেটায়
নিজের সাথে,চার পাশের স্বার্থের দুনিয়ায়৷
ডানায় উড়ে উড়ে দেখে পৃথীবির গভীর বেদনা,
লোভ লালসা অহংকারী মানুষের উন্মদনা৷
নীরব দর্শক হয়ে,বাতাস চিড়ে চলে দূর দিগন্তে
পৃথিবীর শেষ সীমানায়,জীবনের শেষ প্রান্তে৷
অতীতের ক্ষয় ক্ষতি বিরহ বেদনা অবিরাম সত্যি,
ভবিষ্যতের স্বপ্ন আকাঙ্ক্ষা বাসনা সবই শেষে মিথ্যে,
একদিন লাভ লোকসান হিসাব নিকাশের অঙ্কে সব শূন্য,
এই পৃথিবীর এলোমেলো পৃষ্ঠায় কালি দাগ অসম্পূর্ণ৷
জীবনের অন্তিম প্রভাতে নতুন প্রভাত হবে ব্যর্থ,
এই সত্য নিদারুন মনে বেয়ে চলা অনেক শক্ত৷
তাইতো পাখি উড়ে চলে মনের আনন্দে আজকে,
আনন্দ বেদনা সুখ দুঃখ হয়তো থাকবে না কালকে৷
0 মন্তব্যসমূহ