✒️অনুরাগ ভৌমিক
একফালি চোখ। অশান্ত।ঠোঁটে ধানী লঙ্কার হাওয়া।মুখর। নিঃশব্দ গ্রীষ্ম।লিভজেল ঘ্রাণে আবিষ্ট অনতিদূর।সতেজ যৌবন।বিলোড়িত আনন্দ।সন্তর্পণ বাহু।
নীল আকাশ। হলুদ রঙা জগৎ। বৃক্ষ ছায়া। রোদের চিৎকার।
বিভোরতা।বিন্যস্ত দুপুর।নদী বয়ে নিয়ে চলে সময়...
নিঃসঙ্গ।ঝরা পাতা বেলা।হিমেল চোখ।শীতল শ্বাস।মুহ্যমান।ছেঁড়া ছেঁড়া উড়ন্ত জীবন।পথের বাঁকে অদৃশ্য ধুনকর...
0 মন্তব্যসমূহ