চাষী বন্ধু


✒️মাধুরি লোধ

আমার মনে খুশির জোয়ার
    ধান ফলেছে মাঠে
ধান কাটবো চাল করবো
  বেচতে নেবো হাটে ।
রুটি রুজি চলবে আমাদের
  মিটবে অন্ন ভাবনা
হবে না আর অনাহারে মরন
   পূর্ণ হবে মনের বাসনা ।
দেশের জন্য দশের জন্য
   খাটবো রোদে জলে
শষ্যশ্যামলা মাঠ হবে
 ভরবে ফুলে ফলে ।
 হেসে বলে চাষী বন্ধু 
  আমরা খাদ্যের জোগানদার
  গর্ব করে বলতে পারি আমরা
জোগাই মানুষের জন্য ফলাহার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ