আঁধার


                     ✍️গোপাল বনিক

পৃথিবীতে মেঘের আনাগোনা।
সূর্যের তেজে কেমন রক্তাল্পতা ভাব।
চারিদিক ঝাপসা হয়ে আসছে।
গাছের পাতাগুলিও আজ মৌন।
যে পাখি ভোরে উড়ান ভরেছিলো খাদ্যের খোঁজে,
হঠাৎ থমকায়।
ল্যাম্পপোস্টের গায়ে আবছা আলো ঝুলতে থাকে।
আঁধার ভ্রমে সবার এখন বাসায় ফেরার পালা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ