বৃষ্টিকান্না


                      ✍️ রূপঙ্কর পাল

তুমি আমি ভিজি ইচ্ছে করে
রোমান্টিকতা গায়ে মেখে,
বিনা ইচ্ছেয় জ্বরে পুড়ে শরীর–
তবুও টিপটিপ বৃষ্টির স্পর্শ
শরীর ছুঁতে থাকে প্রতিক্ষণ।
ছাতার মতো বড়ো পাতাটি
মানেনা কোনো বাঁধা...
টাকার অঙ্কে হিসেব মিলিয়ে
না মেলানো হিসেব, নিয়তি নিয়তই বেগতিক;
তখন তার কান্নার নিচে খুঁজতে থাকা সুখ।
সংসারের তাজা প্রাণের ছবি মুখের উপর
দুঃখগুলো দূরে সরিয়ে পাথর চাপা বুক,
মাটির ভেজা গন্ধ লেগে থাকা শরীর
বৃষ্টিকান্না ঠিক অসুখ বয়ে আনে, মনের;
ভালো-মন্দের দায়িত্ব যখন কাঁধের উপর।
পুড়ে যাওয়া দেহ আর ভিজে যাওয়া মন-
একই, অনুভবে কষ্ট, অগোছালো চারদিক,
জলের নৌকা ভাসিয়ে নেয় চারদিক
ফেলে ঠিক দৈন্যের সাগরে, স্বপ্ন বিসর্জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ