✍️অংকিতা বর্মণ
মা হওয়ার প্রথম অনুভূতি;
হাসিতে খুশিতে স্বর্গসুখে পাগলী।
যে-ই মেয়ে কোন একদিন;
হাসপাতাল,ঔষধ, বড়ি,ইনজেকশন;
নামেতেই হত অতি নারাজ ।
আজকাল এতো প্রতিদিনের কাজ।
তবুও খুশিতে পাগলী ভাব।
আজকাল বমি যখন তখন;
এটা খাবিনা ওটা খাবিনা;
এখানে সেখানে যখন তখন;
আসা যাওয়া আর হবেনা।
সব মানে আনন্দে উৎফুল্লে।
নারী বলতেই কেশকে ভালোবাসে;
মা হতে হলে কেশও ঝরে।
জ্বর,সর্দি,কাশি যাইহোক;
ঔষধ নিলে শিশুর আঘাত হবে;
এই ভয়টি সকলের থাকে।
শত ব্যাথা শত যন্ত্রণা;
কখন আসে কখন যায়;
মায়ের মমতায় বলতে পারেনা।
সবচেয়ে বড়ো যন্ত্রণা তখন;
সন্তান ভূমিষ্ঠ হবে যখন।
৪৫-৪৭ ইউনিটের অধিক ব্যথায়;
মনবজাতিকে প্রাণহীন বানায়।
তবে সন্তান ভূমিষ্ঠের ক্ষণে;
৫৫-৫৭ ইউনিট পর্যন্ত ব্যাথা;
কুড়ি'টি হাড় ভাঙার যন্ত্রণা;
মায়েরাই কেবল সহ্য করে;
সন্তান সুখ দেয় ঘরে ঘরে।
তবুও বড় হয়ে মাকে বলে;
তুমি কি দিয়েছ?তুমি কি করেছ?
আরে বোকা, তোদের প্রাণ দিয়েছে!
তাইতো বলে মায়ের চরণে স্বর্গসুখ রহে।
মা রূপেই ভগবান ধরিত্রীর বুকে।
0 মন্তব্যসমূহ