মেহনতি


                  ✍️শুভ্রা দেব

এলার্ম নয়,  ঘুম ভাঙে
রোজ পাখির ডাকে,
দু'মুঠো পান্তা মুখে
কাঠফাটা রোদ্দুর মাথায় করে,
মেহনতি নামের তকমা লাগিয়ে
শুরু হয় যাপনের ব্যস্ততা।

সানস্ক্রিনের ওরা গন্ধ শোঁকেনি; 
সানবার্ন আর সানস্ট্রোক 
এসবের ওরা নাম জানে না,
ঘাম শুকানো শীতল দেহে 
গরম এদের পালিয়ে বেড়ায়।
 
বিবেকহীনের দুয়ারে 
হয় না পরিশ্রমের মূল্য যাচাই ,
বেলাশেষে হিসেবের দরকষাকষিতে 
অপমানের ঝুলি কাঁধে 
রাত নেমে আসে চোখের পাতায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ