শ্রদ্ধার্ঘ্যে কবি কাজী নজরুল


               ✍️মায়া রানী মজুমদার 
 
শ্রদ্ধায় কবি কাজী নজরুলকে করছি স্মরণ,
পুষ্প মাল্যদানে মোরা করে নিলাম বরণ। 
ভক্তির অঞ্জলিতে নাও মোদের সশ্রদ্ধ প্রণতি,
তব অণুপ্রেরণা, বাড়িয়ে দিয়েছে চক্ষু-জ্যোতি।
তব আদর্শকেই রাখবো সবাই মোরা স্মরণ,
বিদ্রোহী কবি স্মরণেই জাগে মনে আন্দোলন।
করেছো মোদের জাগ্রত, তব জাগ্রত চেতনায়,
মনের মাঝে হুঙ্কার ধ্বনিত হয় অবচেতনায়।
ভয়ে শঙ্কিত ছিলাম মোরা করি নি প্রতিবাদ,
পাছে প্রতিপক্ষরা যদি যেচে সাধে বাদ।
বীর সাহসী সংগ্রামী তুমি, দিয়েছো প্রত্যাশা,
লেখণীর মাঝেই পেয়েছি, প্রতিবাদের ভাষা।
সাম্যের কবি তুমি, দুঃখে কেটেছে কাল,
বুলবুলকে হারিয়ে তুমি হয়েছিলে নাজেহাল।
চুক্তিবদ্ধ হয়েছিলে লিখতে কাব্য কথা,
তবেই মিলল কড়ি, শবদেহের সমাধি হল তথা। 
ফিরে এসো বীর, সৎসংগ্রামীর বড়ো প্রয়োজন,
মসির আঘাতে জর্জরিত করে, শক্তি সঞ্চারো অণুক্ষণ। 
বসে আছি আশায়, আসছো ফিরে বলছে মন,
ছোট্ট শিশুটি হয়ে এলেই, সাদরে করিব গ্রহণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ