✍️অগ্রদীপ দত্ত
এত কাল চাতক রূপী হয়ে যাকে খুঁজি,
সে আজ দিয়েছে ডুব !
নিশিথ আঁধারে ধূসর বনে মিথ্যার নগরে৷
যেথা নেই কোনো বাস্তব সত্য প্রানীর মন-প্রান,
চারদিক থেকে ছুটে আসে মিথ্যার অজস্র বান,
তবুও ঐ নগরী বহুরূপী কপটাধারীর কাছে পবিত্র,
ওদের যশ খ্যাতি লালসা অহংকার সব মিথ্যা জুড়ে৷
চারিদিকে মিথ্যা যেন ঘর বুনেছে,
আমারে হাতছানি দেয় অতিথ্য গ্রহনে৷
বশ করিতে জানে আপন সাজিয়ে,
চিনা মুশকিল কে খাঁটি সোনা,
কে সোনালি রং মাখানো৷
সত্যের বস্ত্রে মিথ্যা আজ শরীর ঢাকে,
তাইতো মিথ্যা সত্যরূপী হয়ে সমাজে সৎ সাজে৷
এক প্রশ্নে শত সাজানো উত্তর,
কোথা মাথা ঠেকাইলে সঠিক জবাব?
সঠিক হয়েও অনেক মিথ্যা সত্য হয় মুখে মুখে,
তখনই কত বাক্য ছুরির শানিত ফলার মতো বিঁধে বুকে,
কেন খুঁজি কে জানে,
আজও সত্য অন্বেষনের পথে হাঁটা পথিক৷
খুঁজে খুঁজে মরি আঁধারে,
হাতে করোসিনের মিটমিটে দীপশিখায়
অস্পষ্ট চোখে একবার সত্যকে দেখার আশায় ৷
0 মন্তব্যসমূহ