প্রকৃতির আজ্ঞা

✒️মায়া রানী মজুমদার 

দাবদাহের তাপদাহ থেকেই চাই মুক্তি,
তাপদাহের কারণ বিশ্লেষণে আছে যুক্তি।
প্রকৃতির মাঝেই মোদের সবকিছু প্রাপ্তি, 
তবুও মিটে না স্বাদ, আরো চাই যে তৃপ্তি।
বৃক্ষাদি ধ্বংস করেই বাড়াচ্ছি সভ্যতা, 
বিনা দোষেই প্রকৃতির সাথেই অসভ্যতা।
আঘাত করবো যেথায়, ফিরবে সেই আঘাত,
প্রকৃতির বিধানের হবে না কোন ব্যাঘাত।
অভিশাপের কি দোষ বল এই দুনিয়ায়,
অভিশাপের পাল্টা জবাব লাগছে সবার গায়।
অঙ্গাঙ্গিভাবে জড়িত মোরা বৃক্ষাদির সনে,
প্রকৃতির বক্ষেই মোরা,পশু পাখিরাও বনে।
বৃক্ষ ছেদন করবো না আর করলাম প্রতিজ্ঞা, 
পাল্টা জবাবের ভয় দেখিয়ে প্রকৃতির আজ্ঞা। 
ভয়ে জড়সড় মোরা করজোরে করি আহ্বান, 
শান্ত করো ধরণী, ভুলবো না বর্ষা তব দান।
প্রকৃতির প্রাকৃতিক নিয়মেই ঝরবে অঝোরে, 
ঝরবে কখন, বলবো মোরা কি করে ? 
অঝোর ধারায় বর্ষাদেবী ধরণীকে করে সিক্ত।
বন্যায় ভাসিয়ে নিয়ে যায় যদি হয় অতিরিক্ত ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ