নতুন বছর

✒️মনচলি চক্রবর্তী 

পয়লা বৈশাখ মানেই 
 নতুন বছরেকে নতুন রুপে,
নতুন আবেশে ডাকা।
নতুন ভোরে নতুুন সূর্য কিরনে
 জীবনকে নতুন রূপে আঁকা। 
শিমূল পলাশ কৃষ্ণচূড়ায় রাঙিয়ে 
বসন্ত শেষে নতুন সাজে বৈশাখ আসে। 
বসন্তের রং মাখিয়ে নতুন সবুজকুঁড়ি
নিয়ে নতুন আভরনে বৈশাখ হাসে।
পুরাতন সব দুঃখ, কষ্ট, জড়া, ব্যাধি, গ্লানি পেছনে ফেলে,
সব সুখস্মৃতি মনেতে রেখে গোপনেতে।
পয়লা বৈশাখকে, নতুন বছরকে,  
নতুন প্রভাতকে করববো আহ্বান আনন্দতে।
 বর্ষবরন আসে কোকিলের মধুর সুরে
 প্রতিটি হৃদয় থাকে উৎসবে, উল্লাসে জুড়ে।
সব হিংসা বিদ্বেষ বিভেদ আমরা ভুলে 
মনের গোপন দ্বার সব দেবো নতুন বছরে খুলে।
মনের সাদা খাতা থাকে নতুন বছরের অপেক্ষায়,
নতুন সূর্য উঠার, নতুন ভাবে বাঁচার আশায়।
নতুন সূর্য 
 নতুন আশা লিখে রাখে মনের খাতায়। 
নতুন বছর
নতুন প্রেম নতুন স্বপ্ন হৃদয়ে সাজায়।
বর্ষবরনের মিলনের মেলায়
 বাধা থাকে সবার হৃদয়ের তান।
ফুলে ফুলে, মিষ্টি গন্ধে ভ্রমরেরা 
করে যায় নতুনের গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ