তারপর

 ✒️শৌভিক বাগচী

তারপরে কি যে হলো
একটু খুলেই বলি
হাঁটার এই রাস্তাটা 
ভালো না | 

জেনে বুঝে তবু চলি 
উপায় কি ,ঠেলাঠেলি 
খেয়ে আর পেট বুঝি 
ভরে না |

তবুও ভাষণ চলে 
রক্ত গরম হয় 
মগজ ধোলাই করে 
দিনরাত |

হাঁটি আর ভাবি মনে 
গলে যাক পীচ তবু 
 তার চেয়ে ঢের ভালো 
ইস্পাত |

কয়েকটা রুটি ছিল 
এ বেলাটা খাওয়া গেলো 
ও বেলা যে আসবে না 
ভাবি নি |

খাওয়ার পরেই ঘুম 
সময়টা নি:ঝুম 
ক্লান্তিতে শব্দটা 
শুনি নি |

তারপরে পিষে দিলো 
রক্তে পিছলে গেলো 
চাকা গুলো হেসে দিলো 
হা হা রব |

লাশ কাটা ঘরে তাই 
টেবিলেই শুয়ে থাকি 
পচা গলা দেহে আমি 
শুধু শব |

তবুও এটাই জেনো 
শবে সব মিলে যাবে 
হাত তুলে বলবেই 
দিয়ে দাও |

তখনি সবার কাছে 
তুমিই লজ্জা পাবে 
ইতিহাস বলবে যে 
চলে যাও | 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ