✍️ রূপালী রায়
গাছ নাই, বৃক্ষ নাই
নাই পশু পাখি ।
যেদিকে তাকাই শুধু ইট পাথরের ইমারত
যানবাহন দেখি ।
গ্রাম নাই, গঞ্জ নাই
নাই ফাঁকা জমি ।
উন্নতির দৌড় যাপে
হারিয়েছে আজ সবি ।
মেঘ নাই, বৃষ্টি নাই
গরম পড়েছে অতি -
যা কিছু ভুগছি আমরা আজ
সবি এসবেরই পরিণতি ।
দম্ভ তবু কমে না
হায় রে মানব জাতি।
এখন থেকে না শুধরেলে
কি যে হবে গতি ।
প্রকৃতি রুষ্ট আজ
মানুষের প্রতি ।
গরমে পুড়ছে মানুষ
রোদ উঠেছে অতি ।
কখনো আবার অসময়ে ঝড়-বৃষ্টি
হচ্ছে মানুষের ক্ষতি ।
প্রকৃতি রুষ্ট আজ
গোটা মানব জাতির প্রতি ।
0 মন্তব্যসমূহ