ক্ষুদ্র চিঠি

  
                          ✍️চিন্ময় রায়

 চারিদিকে  ফাটল ধরেছে,ভূমি মাতার কষ্ট বেশ,
অগ্নি লাভা ছড়িয়ে পড়েছে,তাপের আর নাইকো শেষ।
মানব শরীরে হাহাকার  ভারি,রুদ্ধশ্বাসে   পৃথিবী,
হে নাথ,করো শান্ত , এইটুকুই দাবি।

মানুষ তবুও কাজে মত্ত,পশুরা খুঁজছে শান্তির স্থান, 
সজীববস্তু ঘর্মাক্ত প্রায়,অশান্তির নেইকো  অবসান।
বিশ্বমাতা কাঁদছে এই দাবদাহের ফলে,
দাবানলের মতো জ্বলছে শুধুই নিভেনা শীতল জলে। 

পাপ কাজে লিপ্ত মানুষ ,হয়তো এটাই  অভিশাপ
সূর্যি মামা আকাশেতে তাই দারুণ দিচ্ছেন তাপ। 
তাপের ফলে গাছেরাও প্রাণ নিয়ে হাঁসফাঁস করে
বাইরে বয়না বাতাস, শুধু এ.সির উল্লাস ঘরে।

হে ঈশ্বর,শান্ত করো পৃথিবীরে, প্রার্থনা তোমার কাছে,
এরূপ চিঠি আবার লিখব,অনেক কিছুই বলার আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ