✍️সৌরভ দেবনাথ
কবিতার প্রতিটি ছন্দে সেঁজে উঠেছে আমার ডাইরির পাতা ,
কবিতা কী প্রেম ভালবাসা আর বিনোদনেই গাঁথা!
রাস্তার ড্রেন থেকে উঠে আসে ভ্রূণ হত্যার গন্ধ ...
তাই বুঝি কবির কলমে উঠে প্রতিবাদের ছন্দ।
শত অনাথ শিশুরা ঘোরে আজ শহরের পথে ঘাটে,
জড়বুদ্ধিসম্পন্ন বাবুরা তা দেখেও মুখ ঘুরিয়ে হাঁটে।
মেয়েমানুষেরা আজও নিরাপদ নয়...
ধর্ষকরা মুখোষ পড়ে ,
ধর্ষণ তো দূরের নয় কাছের মানুষই করে।
তাইতো কবি জেগে উঠে
কলমের কালিতে অবহিত করে।
0 মন্তব্যসমূহ