ঊনিশ রইবে বেঁচে


                   ✍️মিঠু মল্লিক বৈদ‍্য

একটা গল্প লিখবো বলে কলম হাতে
ছুটছি তো ছুটছি, কিন্তু লেখা আর হলো কোথায়? ভাবনাগুলি ভাসছে অ-আ-ক-খ র মাঝে।

ভাষার চক্রজ্বাল, হঠাৎ শুনতে পেলুম ঊনিশের ডাক
শহীদ থেকে কমলার হুঙ্কার -"চক্রজ্বাল উড়িয়ে দিতেই 
একদিন বুক দিয়েছিলাম পেতে,
ছুটন্ত বুলেটে ঝাঁঝড়া  হৃদপিন্ড লুটিয়ে পরেছিল বরাকের কোলে। তবুও রক্তাক্ত হাতে আঁকড়ে ধরেছিলাম অ-আ-ক-খ র সেই বর্ণমালা, 
যার মাঝে সমাহিত জাতীর  অস্তিত্ব।
কানাই -হীতেশ- কুমুদ -তরনী এঁরাও হয়েছিল সঙ্গী।।
ঊনিশের ভোর এক কালো আকাশ

রক্তের অক্ষরে লেখা ইতিহাসে বাংলার হলো জয়
আমরা পেলাম শহিদী আখ‍্যা।
বিশের ভোরে আলোর ঢেউ বাংলার আকাশে নতুন সূর্য
ভাষার চক্রজ্বালের ছিন্নতায়।

ঊনিশের  ডাক,নিতে হবে বাঁচিয়ে রাখার দায়
অ-আ-ক-খ র উল্লাস,শত চক্রজ্বাল ছিন্নতায়,
সহস্র কমলা হীতেশ উঠবে জ্বলে; শব্দে শব্দে
গাইবে  ভাষার জয়গান
কলম হাতে ছুটবে গল্প লেখার আশে।
ঊনিশ রইবে বেঁচে যুগেযুগে অনিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ