✍️দীপক রঞ্জন কর
কয়টা টাকা দিবি মা,ইন্টারভিউ দিতে যাব
চাকরি পেলে সুদে-মুলে সবই ফিরিয়ে দেব।
তোর জন্য আনবো চশমা,বাবার জন্য ছাতা,
ভাইয়ের জন্য জামা জুতা,বোনের কলম খাতা।
ঠাকুর ঘরে দেবো পুজো,পাঁচ রকমের ফলে , রান্না ঘরের মসলা পাতি,গোলা ভরা চালে।
রাঁধবে মা যে ভালো-মন্দ,খাব পেটটি ভরে,
খিদের জ্বালায় উঠবোনা রাত জাগা ভোরে ।
কয়টা টাকা দিবি মা,ইন্টারভিউ দিয়ে আসি, চাকরি পেলে খেতে হবেনা লংকা ভাত বাসি।
তোর জন্য ঘর বানাবো ইট সিমেন্ট দিয়ে ,
রোদ বৃষ্টিতে ভয় নেই মা,রাখবে সাজিয়ে।
সব বন্ধুদের খাওয়াবো মিষ্টি নিমন্ত্রণ করে
নতুন কাপড়ে সেজে মা,থাকবি বসে ঘরে।
কয়টা টাকা দিবি মা, শেষ বারের মতো
চাকরি পেলে পূরণ হবে চাহিদা আছে যত।
0 মন্তব্যসমূহ