বর্ণ মালার বর্ণালী


                 ✍️ মাধরী লোধ 

    অনামিকা পড়ে ছড়ার বই
     আঁচল কষছে অঙ্ক
   ইটের ঘরে চলে রঙ এর কাজ
ঈ 
   ঈশাণ দাদুর উঠেছে হৃদ কম্প ।
  উঠোনে শুকাচ্ছে সিদ্ধ ধান
 ঊষা দিদি শুকায় ভিজে চুল
ঋষভ পুকুর ঘাটে বড়শি বায়
  ৯
লিকার চা খেয়ে বেড়েছে শূল ।
এককা দোক্কা পাঞ্জা খেলার মাঠে
ঐরাবত দলের পড়লো হানা
ওল কপির ঝোল খেলে বল বাড়ে
ঔ 
 ঔষধ খেতে করলো মানা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ