নারী দশভূজা


                   ✍️ জয়িতা দে

নারী আমি,যেমন রাঁধি তেমনি বাঁধি চুল।
ভালোবাসার চাদরে যেমন জড়িয়ে রাখি,
তেমনি অন্যায়ের বিরুদ্ধে করি চরম প্রতিবাদ।
নারী আমি, ছুঁতে পারি যেমন পাহাড়চূড়া,
তেমনি পাড়ি দিতে পারি মহাকাশ।
আমি সীমান্তের অতন্দ্র প্রহরী;
নেই কোন অবকাশের সময়।
নারী আমি, সন্তানের সুখে যেমন নিজের সুখ,
তেমনি সন্তানের বিপদ নিতে পারি নিজের উপর।
নারী আমি,তাই তো সংসারের সকলের সুখের জন্য 
দিতে পারি নিজের সকল সুখের বিসর্জন।
                     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ