সত্তা


                 ✍️সংগীত শীল

সুখের অসুখ ভীষণ বেড়ে,
এতকাল না হয় রাখঢাক,
সাদা কালো মেঘেদের ভীড়ে।

স্মৃতির কোলাজ খুলে দেখি,
উপেক্ষার সহস্র পথ পেরিয়ে
তৃপ্তির পাড়ে, এবার স্বপ্নের সিঁড়ি।

গতিময় পরাণ,
জীর্ণ শরীরে রূপোলি ঝর্ণা মাখবে গায়ে। 

শৈশবের পেখম, 
শরীরসত্তার বিড়ম্বনার শল্যকলায় মুক্তির পথে।

বুকে ফুটবে গোলাপের কাঁটা
রক্তাক্ত কোমল পাপড়ি,
স্ট্রেচারে গড়াগড়ি। 

নিশ্চিন্ত থেকো আমার শুভার্থী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ