সমর্পিতা


                 ✍️মধুমিতা চৌধুরী বর্ধন

আমি ...
শুধু আমি আশ্রিতা
চিরদিন 
তোমাদের ঘরে
আমি লালিতা ও পালিতা
এই পৃথিবীতে
কিন্তু তোমাদের তরে
আমি সয়ে থাকি
 সকল দুঃখ কষ্ট নীরবে 
ফোঁটা ফোঁটা  অশ্রুজল গাল বেয়ে গড়িয়ে পড়ে
তোমাদের সুখে কখনো বা দুঃখে
আমি হই সমসাথী
আমি কোমল
 অতি অভিমানী
লুকিয়ে রাখি সযত্নে
সকল রহস্যের উত্তর
আমি দিই  মরুতে প্রাণ
ঝরে পরি বৃষ্টি হয়ে
শুষ্ক মাটিতে
আমি নারী
এসেছি ধরায়
বিলিয়ে দিতে প্রেম
তোমাদের তরে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ