অভিজ্ঞ বই


                        ✍️কৃষ্ণ ধন শীল 
                 

পুরনো,নানা জ্ঞানে পূর্ণ  বই গুলির মধ্যে অনেক গুলি এখন আর দেখতে পাইনা,
হয়তো তারা অনেকেই শতাব্দী প্রাচীন!
আর অবশিষ্ট কিছু আছে যাদের ভাষা 
এখন প্রায় বোধগম্য নয় বার্ধক্যের কারণে,
কিন্তু তাদের শৈশব-যৌবন ছিল খুব রঙীন।

আজ গ্রামের পথের মোড়ে কিংবা হাঁটে 
কোনো কীর্তন আসরে বা বাড়ির ঘাটে,
বড়োই করুণ বেশে দেখা হয় আমাদের!
কতকিছু আমার অজানা রয়ে গেছে হায় 
সময় আর ইতিহাসের প্রত্যক্ষদর্শী তারা, 
সুন্দরী-বলবান যত শয্যায় জৌলুস হারা। 

অভিজ্ঞতার সাহিত্যে তারা সত্যিই রত্নাকর
আমার গ্রামের বিজ্ঞ চেহারার বই গুলি 
একে একে হারিয়ে যাচ্ছে কালের প্রকোপে!
কত কথা গল্প ছড়া আর কত জীবন গাঁথা 
কত ডঙ্কা ঘৃণা ভালোবাসা আর আশঙ্কা, 
সঙ্গে যে হারিয়ে যাচ্ছে মৃত্যু বনের ঝোপে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ