নিঃসঙ্গ রাত


                 ✍️দীলিপ মালাকার

যদি কোনোদিন তুমি
অভিমান ঝেড়ে আসো আবার ফিরে, 
এসে দেখবে তুমি
তোমার সাজানো প্রেম এখনো বেঁচে আছে  
মনের তেপান্তরে। 

আমি পারিনি ভুলতে তোমায়
তাই ধরিনি আর কারো হাত, 
তোমার অনুভূতিরা জেগে থাকে রাতের আঁধারে
তাই প্রিয় এই নিঃসঙ্গ রাত। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ