অচেনা মুহূর্ত


                      ✍️প্রতীক হালদার 

প্রয়োজন নেই, অন্য সময়
তুমি ও আজ অচেনা,
হৃদয়ের মাঝে তুফান ভারী
কেউ তো আমায় খোঁজে না।

চঞ্চল হয়ে উঠি না যে আর 
নীরব হয়েই থাকি,
কেমন যেন স্বপ্ন গুলো
দিল আমায় ফাঁকি!

অস্থিরতা হারিয়ে গেছে
আঁকিবুঁকি কাটে স্মৃতি,
বন্ধ হয়েছে আনাগোনা তার 
ভালোবাসা টেনেছে ইতি!

দূর আকাশের নীল মেঘেরা 
পাঠায় না চিঠি আর,
বদলে গেছে ঠিকানাখানা 
নেই যে আর দরকার।

মুহূর্ত গুলো নতুন এখন 
মানিয়ে নিতেই ব্যস্ত,
জীবনের তাগিদে তারা ও নাকি
কখনও থাকে ত্রস্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ