পথের ভিকারী


                ✍️ যুস্মিতা দাশগুপ্ত

 এক হাতে লাঠি 
আরেক হাতে বাটি,
ঘুরে ঘুরে বেড়ায়
 পথের ভিকারী।

বড়ো লোকের অভিশাপ শুনে
চালাতে হয় দিন,
রাস্তায় ঘুরে ঘুরে বলতে হয়
আমাকে ভিক্ষা দিন। 

মশার কাপড় খেয়ে 
থাকাতে হয় রাস্তার ধারে
বাবুরা যেতে পয়সা ফেলে 
ভিকারীর উপরে।

লেখিকা- যুস্মিতা দাশগুপ্ত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ