অবশিষ্টাংশ


                 ✍️অপর্ণা সিনহা

যেতে যেতে একটু খানি ছাই, 
একটু জল আর একটা দীর্ঘশ্বাস ছাড়া
কিছুই তো রেখে যাবার নেই!
সোনার পালঙ্ক, সুন্দর মুখশ্রী
মসৃণ ত্বক সব নিমেষেই উধাও হবে।
সাথে হয়তো অল্প মাটি পড়ে থাকবে 
দূরের কোনো নদীর তীরের শ্মশান ভূমিতে।
তোমারও প্রাপ্তির কিছু নেই তাতে,
শুধু একটু মিথ্যে অহংকার ও কিছু
অপ্রকাশিত পাপ ছাড়া অবশিষ্ট-
পায়ের নিচে এক টুকরো কয়লাও না।
নদীর জলে তলিয়ে যাবে প্রায় সবই,
তার সামান্যই সাগরে মিশে আমার গান হবে,
বাকি সমস্তই বেসুরো জীবন মাত্র!
                              

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ