✍️বিজয়া শর্মা
বাবারা কখনো ভালোবাসি বলে না, শুধু ভালোবেসে দেখায়। কখনো দামি পোশাক পরে না, একটা সস্তা মার্কা ঢিলঢিলে শার্ট হলেই চলে যায় গোটা কয়েক বছর। বিলাসিতা বলতে কিছুই নেই বাবাদের, সারাজীবন কেবল সঞ্চয় করে যান। একা খেতে গেলেও দেখি সস্তা হোটেল খুঁজে ডাল-আলুভাজা দিয়ে কোনোরকম পেট ভরলে চলে। হাঁটতে হাঁটতে ছিঁড়ে যাওয়া জুতোটাতে ও পেরেক মেরে চালিয়ে দেয় কয়েক মাস। বছরের পর বছর গেলেও বাবার হাত ঘড়িটার বদল হয় না। সংসারের ঘানি টানতে টানতে কষ্ট হলেও কখনো মুখ ফুটে বলে না বাবারা। সারাজীবন কেবল অক্লান্ত পরিশ্রম করে যায় পরিবারের জন্য। নিজের বিলাসিতার ভাগটাও তুলে রেখে দেয় স্ত্রী সন্তানের জন্য। বিশেষ ভাবে বাধ্য না হলে কখনো না বলে না। অথচ এই কিপটে সঞ্চয়ী মানুষটাই তার পরিবারের জন্য একেবারে বেহিসাবী, বাবার বোধহয় এরকমই হয়। পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতেই চলে যায় পুরো জীবন। এই দুনিয়ায় হাজারো খারাপ পুরুষ থাকলেও, একটাও খারাপ বাবা নেই।
0 মন্তব্যসমূহ