শিক্ষকের প্রতি


                       ✍️নয়ন বর্মন

শিক্ষকতা পেশা নয়, এহা যেন নেশা 
ছাত্র-ছাত্রীরা আজীবন পায় নতুন জানার দিশা।।
শিক্ষক মোর পথ প্রদর্শক মোর প্রানের গুরু
জন্মের পর মায়ের দ্বারা  শিক্ষা জীবন শুরু।।

শিক্ষক জাগিয়েছে আমার আমিত্বের বাধ 
বিশ্বজগৎ  তাইতো পেল নবীনত্বের সাধ।।
শিক্ষা ছাড়া কেমন হবে জীবনরূপী বই
হয়তো বলবো মোর জীবনে সুখ গুলো কই?

শিক্ষাগুরুর স্পর্শে মোর জীবন গেল গুছে
সুখগুলো সব জড়ো হল দুঃখ-গেলো মুছে
গুরু তোমার কন্ঠে বেজে ওঠা সংগ্রামের ওই বাণী
সেই আদর্শে সাজিয়েছি মোর জীবন খানি

গুরুর শ্রমের ফসল ভোগে জীবন ভর
তাহাদের সম্মানে তাই ৫-ই সেপ্টেম্বর।।
গুনে স্পষ্ট আদর্শ বক্তা ও শ্রুতা
আরো স্পষ্ট আবেগপ্রবণ  শিক্ষাগত যোগ্যতা

শিক্ষকের জ্ঞানের আলোয় আলোকিত জীবন
গুরুর ঋন চুকাবে না দিয়ে কোন ধন
শিক্ষক আজীবন অকৃপণতার সহিত বিদ্যাদানে রত
শিক্ষকের চরণে মোর শ্রদ্ধায় মাথা নত।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ