✍️ইমরান খান রাজ
প্রচন্ড যানযট, কোলাহল আর তীব্র দাবদাহে
চারিদিকটা আজ উত্তপ্ত, মানুষেরা আজ ক্লান্ত।
জরুরী ভিত্তিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস চাই সবার
প্রয়োজন অঝোর ধারায় বৃষ্টি, তবেই মানুষ হবে শান্ত।
নদীর ধারে মাঝি-মল্লাদের ভাটিয়ালি গান
এখন আর শুনতে পাই না,
সবুজ মাঠে, ধানের ক্ষেতে, বৈশাখী মেলায়
এখন আর মন যেতে চায় না।
ইট-পাথরের শহরে যেনো হারিয়ে গেছে ছোটবেলা
খুঁজে পাইনা কোথাও আর সোনালী কাব্য,
পথিক হয়ে তবু বারবার উড়ে যাই অজানায়
দেখতে চাই, ক্ষানিকটা সম্ভাব্য।
0 মন্তব্যসমূহ