✍️সুপর্ণা মজুমদার রায়
শাসক তুমি শোসক হইও না।
যে গূঢ় দায়ভার তুলে নিয়েছ নিজস্কন্ধে,
তার ভ্রুণ স্থলকে ভুলে যেও না।
শাসক তুমি শোসক হইও না।
যে নিস্পাপ, নির্বোধ
দিনরাত খেটেখাওয়া জনগণ
তোমাকে দিয়েছে সমাজের সুউচ্চস্থান,
তোমার পদদলনে তাদের হাড়কাট
শরীরকে গুড়িয়ে দিও না।
নিশ্চিত গভীর ঘুমন্ত রাতে আতঙ্কের ক্রন্দনরোল ছড়িয়ে দিও না।
শাসক,তুমি শোসক হইও না।
যে নারীজাতি দিয়েছে তোমাকে দেবতার আসন,
অন্ধকার কুঠুরিতে লালসা মাখা
বঞ্চনার জীবন তাদের পোহাতে দিও না।
শাসক,তুমি শোসক হইও না।
যে আঠারো বছর তোমাকে দূর হতে জানায় প্রণাম,
রাজপথ হতে তোমার জয়ের ধ্বজা
বহন করে নিয়ে যায় শহরের অলিগলিতে,
তার হাতে ধ্বংসের অস্ত্র তুলে দিও না।
শাসক, তুমি শোসক হইও না।
মনে রেখো,সবার অলিন্দে স্ফুলিঙ্গের বীজ রোপিত আছে।
বঞ্চিতের ফরাশ একদিন লেলিহান শিখায় জ্বলে উঠবে।
আর তাতে ছারখার হবে তোমার পঞ্চেন্দ্রিয়, তোমার সুষুম্না।
শাসক, তুমি শোসক হইও না।
0 মন্তব্যসমূহ