✍️হিমাংশুভূষণ বালো
ঘুমন্ত কবিতারা জেগে ওঠে
কল্পনার বাক্য বিন্ন্যাস মুখোমুখি হাসে
আগুন ঋণী টিমটিমে প্রদীপে
মাধুকরীর ইচ্ছা তোমার বুকে ।
প্রত্যয় হাসে তোমার উসকোখুসকো চুলে
আমি বিচরণ করি ইচ্ছার দিগন্তে
ভালবাসা ভিক্ষে করি হাতে হাত রেখে
অন্ধকারের জাল কাটে ইটপোড়া ভাটিতে
নিমিষেই কঠিন অংকের সুরাহা
পূর্ণতায় হাসে অবুঝ ভালবাসা ।
0 মন্তব্যসমূহ