✍️অন্তরা ভট্ট
আমি আমার মতো ভাবতে থাকি সব কিছু
সব এলোমেলো হলো মানি
বাঁধাদি না তবুও ভাবনা টুকোর।
অবাধ্য মন ভিষণ জ্বালায়
ভিষণ রকম বায়না
আদতে কিছু পাবেনা যেনেও
স্বপ্ন দেখতে ছাড়েনা।
এথায় বসে সেথায় থাকে
গতি আর মাপা যায় না
গন্ডি টুকু বাঁধিয়ে দিলেও
দুরত্ব বাড়াবার বায়না।
ভিষণ রকম একা থাকে মন
বাধ্য হতে চায় না,
সঙ্গ হলে উড়বে তখন
নীর্ভয়ে পথ যে দিক যায় যাক না।
0 মন্তব্যসমূহ