বদলে ফেলা দিনগুলোতে

✒️হাসনাইন সাজ্জাদী 

পরিবর্তন ঘটে যায় পরিবর্তন করে নেই 
বদলে যাওয় দিনগুলোতে 
পরিবর্তিত হয় অনেক কিছু
সময় বদলে ফেলতে পারি আমরা 
কেমন অনায়াসেই!

এলিফ্যান্ট রোডের ট্রাফিক জ্যাম 
যেখানে একসময় আমি গাড়ি রিকশায় চড়ে
ঘেমেঘুমে ক্লান্ত হতাম
অনায়াসে এখন আমি সে পথে দ্রুত 
হাটাহাটি করি আর দেখি জ্যামে মানুষ কত অসহায় 
ভাবি এক জীবনের জন্য ব্যাপারটি কী হুলস্থুল কাণ্ড না?

সিদ্দিকী হাউজের যে গলি দিয়ে কচিৎ আমার
যাওয়া আসা হতো প্রয়োজনে অপ্রয়োজনে 
এখন সে গলিতেই আমার হাটার মহোৎসব হয়
রাত বাড়লে

এলিফ্যান্ট রোড ঢাকা মেডিকেল আবাসিক মসজিদ
এরোপ্লেন মসজিদ কিংবা মল্লিকা ইস্টার্ন মার্কেট এলাকা 
যেখানে আমার হাটাহাটি ছিল কষ্টসাধ্য
এখন আমি খুব সাচ্ছন্দ্য পাই সম্ভোগের মতো
কোনো ব্যাপারই না!

জীবনটাকে যত মুক্ত ভাবা যায় ততই স্বাধীন থাকে মন
মন যত সহজ চোখে দেখে নতুন নতুন রাস্তার  বাঁকবদল
তত সহজ হয় দ্রুত পেরিয়ে যাওয়া সময়কে গ্রহণ 

আমার সময় আমি বদলে ফেলতে জানি
কে বলে সময় বদলায় না আমরা বদলে যাই
আমার সময় বদলে ফেলার সহজ নাম...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ