জীবন ও ভালোবাসা


                      ✍️সঙ্গীতা গুপ্ত


সারারাত ঘুম নেই
হাজার হাজার দু:খ এসে ভীড় করে বুকে,
কত কথা বলার, কিছুই বলা হল না
মনে হয় তুমি আছ, তুমি নেই
জীবন বিচ্ছিন্ন হয়ে ও তোমার ভালবাসা চোখে জেগে থাকে,
কথার ভীড়ে সব কথা জমে পাথর
তোমার নম্র ভাষা, আমার অবিরাম কান্না,
বুকে যেন ভাঙনের ঢেউ,
কাছ থেকে চলে গেলে দূরে, নিজের কান্না নিজে শুনতে শুনতে,
আজ আমার চোখে জল নেই।
নতুন দিনের নতুন সূর্য দেখার
আশায় কত রাত কাটিয়েছি
চাঁদ ডুবেছে ভোর রাতে, বাইরের পৃথিবী দৌড়াচ্ছে
কিন্তু আমার ভাবনার আকাশ রক্তাক্ত
আলোহীন অন্ধকার ঘরের মধ্যে ঘর,
অবচেতন মন যেন আজ ও তোমার দিকে হাত বাড়িয়ে আছে
ভালোবাসতে দাও।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ