✍️চন্দ্রিমা বণিক
দোল দোল দোল..
রঙ্গমঞ্চের মহাযজ্ঞে আত্মহা রায়ে।
বাজে মাদল বাজে মৃদঙ্গ...
তাথৈ তাথৈ পদধ্বনিতে নৃত্য ছন্দে,
দোল দোল দোল...
ঐ শোনা যায়,
বিশ্ব পিতার ডঙ্কা বাজে,
মেঘের আড়ালে বজ্রনাদে,
গুরুগম্ভীর প্রতিধ্বনিতে অস্তিত্বের সুর প্রকাশে।
ঐ দেখা যায়,
আঁকাবাঁকা বিদ্যুৎ রেখার আনাগোনা,
দেখাযায় ধ্বংস সৃষ্টির মিলন মেলায় ঘাত প্রতিঘাতের তুলি টানা।
বজ্র বিদ্যুৎ বিদ্ধ ধরণী বিচার মাগে মুক্ত গগনে শূন্য হাতে...
গগনের নীল আর সাগরের নীল মিশে গেছে যে রেখায়,সেই রেখারই রেশ ধরে কি রঙ্গনাট্য গন্তব্য পায়?
সেই রেখার রেশ ধরে বুঝি রক্তিম সুরে গাঁথা মালা,
অসীমের পানে অনন্তের টানে চলা...
এই পথ চলা...
0 মন্তব্যসমূহ