তুমি এসেছো তাই-
ফুটেছে ফুল সৌরভ আসে ভেসে,
এসেছে ফাগুন যেন জ্বলছে আগুন
গহীন মরূর দেশে !
তুমি এসেছো তাই -
কল্পনায় তোমার ছবিটি আঁকি,
হাতে রেখেছি হাত দু'চোখে চোখ
তবুও মন দেয় ফাঁকি!
তুমি এসেছো তাই-
ঘুরে আসে মন স্বপ্নীল শহরে,
কতো স্বপ্ন বুনে রাখি পুষে
আমার হিয়া- গহ্বরে!
তুমি এসেছো তাই-
আজ যেন উদাসী আকাশ-বাতাস,
পাখির কলতান ভ্রমরের গুঞ্জন
ফুটেছে যে বাহারি কাশ।
তুমি এসেছো তাই-
মেঘেরা আজ গুরু গুরু ডাকে,
বর্ষায় পানি রুনু ঝুনু তানে
শতদলের কাঁখে!
তুমি এসেছো তাই-
আমি লিখে যাই কবিতা আবার,
গেয়ে যাই গান কোনো অচিন সুরে
যা প্রেম-বার্তা আমার।
0 মন্তব্যসমূহ