✒️জয়দীপ দেব
মহামানবের হাত ধরে স্বাধীন হল দেশ,
মানবগুলো আজ কোথায়, মনে পরছে বেশ?
অসীম সাহস আর, উদার মানসীকতা ,
কখনো কি ভোলা যায়; তাদের আত্ম-বলিদানের কথা।
এ যে প্রত্যেক ভারতবাসীর অন্তরে রয়েছে গাথা,
আজকের এই ৭৫-এর স্বাধীনতা ।
আজ স্বাধীন দেশ সব স্বাধীন মানব,
দেখেনি কেউ সেই অতীতের দানব।
তারা রক্ত চক্ষু নিয়ে দেশকে করেছে শাসন,
অনাহারে, অত্যাচারে সকল মানবের দিন কেটেছে;
তাদের পাষানতায় মরেছে দেশের সকল বাহন।
মহানায়ক নেতাজী বলেছে,তোমরা দাও রক্ত, আমি দেব স্বাধীনতা;
একথা আজও দেশবাসীর, অন্তরে রয়েছে গাথা।
দেশের সকল মহানায়ক, প্রাণ দিয়ে গেল সব;
দেশ সেবাতে নিযুক্তসব সীপাহীড়া এখনো লড়ছে খুব ।
আজ স্বাধীন দেশ স্বাধীন মানব ,
দেশ করছে শাসন ;
এদিক ওদিক মরছে আজো দেশের সকল বাহন ।
৭৫-বর্ষ স্বাধীনতায় দেশকে করি নমন,
এই দেশ যে আমাদেরও দেশ এই বিশ্বের প্রথম ।
আজ ৭৫-এর স্বাধীনতায় ঘরে ঘরে উঠেছে রব,
তাই আজ সকলে মিলে পালন করি,
"আজাদী কা অম্রীত মহোৎসব "।
0 মন্তব্যসমূহ