বর্ষা

   ✍️ তানিয়া বিশ্বাস

সবাই বলে আমি নাকি আসি অবেলায়।
অঝোরে ঝড়তে থাকি ,
সবকিছু নাকি ভাসিয়ে দেয় আমি ,,
বন্যার কারণ আমি । তাই বলে কী আসবো না ?
গ্রীষ্মে যখন প্রচণ্ড রোদ থাকে।
গাছ গুলো যখন শুকিয়ে যায় ।।
পাখি গুলি যখন চিৎকার চেঁচামেচি করে ।
ঘাস গুলো যখন ঝরঝরে ধুলোয় পরিনত হয় ।।
এক রাশ অভিমান নিয়ে যখন অপেক্ষা করা হয়।
আমার আসার,
 আমি অঝোরে ঝরতে থাকি তখন ।।
গাছ গুলো যখন নাচতে থাকে তখন ,
পাখি গুলো যখন খেলতে থাকে তখন
ফুটফুটে সে আকাশ , রামধনু , মেঘ ।
এই তো সে খুশির বর্ষা , আমার অপেক্ষায় সবাই ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ