✍️ রিপন সিংহ
হৃদয়মেঘে নক্ষত্র ঢেকে রাখে,
বিদ্যুৎ চমকানোর মতো তার হাসি;
বাতাসে তার গন্ধ মেখে হৃদয়ে স্পর্শ করে।
হঠাৎ বৃষ্টি থেমে যায়,
সন্ধ্যার মোহনায় ---
শুনতে পেলাম সেই টপটপ শব্দ;
যেন হৃদয়ের এক নতুন গীতি ছন্দ।
সেই শব্দ যেন তার রাঙা পায়ের নূপুর ধ্বনি,
মনে হয় আমার হৃদস্পন্দে এসে গেছ তুমি!
হঠাৎ আকাশ ফেঁটে গেল,
বন্ধ হয়ে গেল তোমার নূপুর ধ্বনি;
বাতায়নের পাশে বসে হাত বাড়িয়ে দেখি---
কোথাও নেই তুমি,
তোমার সেই নূপুর ধ্বনি।
হাত বাড়িয়ে দেখি তার রক্তে রাঙা হয়ে গেল!
এ আমি কি দেখি ---!
0 মন্তব্যসমূহ