নারীর শত্রু নারীই পুরুষ তো তাদের প্রকাশের ঘনঘটা

   ~ ডালিয়া সহেলী


আমি দেখেছি একজন মাকে অত্যাচারিত হতে।
আমি দেখেছি একজন মেয়েকে অত্যাচারিত হতে।
আমি দেখেছি একটি সদ্যজাত কন্যাশিশুকে অত্যাচারিত হতে।
আমি দেখেছি একজন অবলা প্রেয়সীকে অত্যাচারিত হতে।
আমি দেখেছি গোটা নারীজাতিকে অত্যাচারিত হতে।
সর্বোপরি আমি দেখেছি একজন নারীকে আর একজন নারীর হাতে অত্যাচারিত হতে।
হতে পারে মানে আজও হয় একজন নারীর কোল আলো করে পুত্র সন্তান না এসে যদি কন্যা সন্তান আসে তাকেও তার মায়ের কাছে অত্যাচারিত হতে হয়।
আসলে একজন নারী শুধুমাত্র পুরুষকে সঙ্গী করে অপর এক নারীকে মারিয়ে দিয়ে দলিত করে দিয়ে চলার জন্য।
একজন পুরুষের লালসার শিকার হতে দেখেছি একজন নারীকে স্বেচ্ছায়।
একজন নারীর একজনপুরুষকে ব্যবহার করতে দেখেছি শুধু অন্যনারীকে পদদলিত করতে পুরুষটিকেকে সাহস জোগাতে।
দেখেছি একজন নারী হয়ে নারীবাদকে অপমান করতে।
একজন নারীর শত্রু একজন নারীকে হতে দেখেছি।
একজন নারী অপর একজন নারীকে টেক্কা দিচ্ছে।
ওভারটেক করতে গিয়ে স্বেচ্ছায় একজন নারীকে দেখেছি সে তার নিজের শত্রু নিজেই হয়ে উঠেছে।
একজন নারী হয়ে ঠিক এইকারণগুলির জন্য নিজেই নিজের কাছে অপমানিত হয়েছে নিজেকে ঠকিয়ে চলেছে নির্দিধায়।
নারী নিজের অজান্তেই নিজের শত্রু হয়ে উঠেছে।
ঘাসের মতো দলিত করতে চেয়েছে নারীজাতিকে।
কিন্তু ঘাস দলিত হয় নি মাথা চারা দিয়ে কার্পেটের মতো নিজে বিছিয়ে গেছে মিত্ররা।
শুধু ল্যাবে জন্মানো কৃত্তিম আগাছাগুলো ঘাসেদের চাপা দিতে গিয়ে অকালে শুকিয়ে গেছে।
অপবাদ দিয়েছে অপব্যবহার করছে একজন মিথ্যাচারী নারী হয়ে অপর সৌষ্ঠব একনারীকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ