~ ডালিয়া সহেলী
ফসল বলেছে, ফলেছি। ফলেছি। টাপুর টুপুর রিম্ ঝিম্ এ।
রিম্ ঝিম্.. এই বৃষ্টি দুপুরে আনন্দতেই বলেছি।
হ্যাঁ!.. উত্তম, আমি ফসল, আমি ফলেছি।
আমি বলেছি, হ্যাঁ! আমি বলেছি।
মেঘাশ্লিষ্ট সানুদেশে আজ ধারায় ধাপে চাষ_
অদ্ভূত এই শ্রাবণ মেঘের আষাঢ়স্য প্রথম দিবস..
আর চক্রখেলার মশগুল বারোমাস।
তোমার আমার ফলনে মিলন।
কড়্ কড়্ আজ দুর্যোগে বজ্র সিমন।
তবুও বলেছি, ফসল আমি ফলেছি।
টাপুর টুপুর সারারাতে.. সবকিছু আমি বলেছি, হ্যাঁ! আমি বলেছি।
হঠাৎ মাঝে রৌদ্র দ্যুতি লুকোচুরি খেলা।
মেঘের সাথে পাল্লা দিয়ে অঝোর দুত্যির মেলা।
এ দুত্যিতে আজ দ্যুতির খেলা; অরুন্ধতীর ছোঁয়া।
অমরকোষ আজ ভাঙছে তাই; তোমার আমার বাঁধন বেলা।
এ বৃষ্টি নয় সে দৃষ্টি.. অঝোর_ শুধু কাঁদন_
বৃষ্টির ফাঁকে হাজারো সৃষ্টি.. সবুজ আর সামন্।
অম্ববাচীর লোহিত সাগরে নীল আকাশের সাজ;
এ দ্যুতি দুত্যির খেলায় সোনার ধানের চাষ।
বৃষ্টির সৃষ্টি অনাসৃষ্টি বারোমাস আর আজ শুধু শ্রীবাস।।
0 মন্তব্যসমূহ