প্রশ্নবাণ

 


✍️ রেহানা বেগম হেনা

__________________


তীরন্দাজ নই আমি,

তবু তীক্ষ্ণ প্রশ্নবাণ ছুঁড়ে দিলাম

তোমাদের অন্ধ বিবেকের দিকে।

বিদ্ধ হোক তোমাদের হৃদয়

ক্ষত বিক্ষত হোক বিবেক বুদ্ধি চেতনা,

তোমাদের বিবেক থেকে উদ্গারিত -

নোংরা কালো ধোঁয়া গ্রাস করে নিচ্ছে -

প্রতিটি গ্রাম শহর জনপদ।

তোমাদের এই ধর্মান্ধতার বিষাক্ত কালো ধোঁয়ায়

শ্বাস নিতে কষ্ট হচ্ছে কোমলমতি শিশুদের,

ওদের নিষ্পাপ হৃদয় জুড়ে 

   শুধুই তোমাদের প্রতি ধিক্কার।

তোমরা কিভাবে ছড়াচ্ছো এমন বিষবাষ্প?

এতোটুকুও লজ্জা বিবেকবোধ নেই তোমাদের?

এখনও সময় আছে - 

  মুক্তি দাও ওদের,

        বাঁচতে দাও, 

ওরা বাঁচুক নিজের মতো করে,

নির্মল হাসি আর মানুষ হয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ