✍পূজা মজুমদার
কোমল দুটি হাতের স্পর্শ আমায় পাগল করে দেয়
মন মোর মরিয়া হয় ও হাতে আলতো চুমু দিতে
ও ঠোঁটে,গালে কিংবা সর্বাঙ্গে চুমু দিতে বাসনা জাগে
তোমার দর্শন এ মনে তীব্র প্রেমের ঝড় বইয়ে দেয় ।
সব কিছুর মানে অন্তর জানে
কবিতার খাতা টানি অভিমানে।
সত্যিই ক্ষেপে গেছি এবার
চুমুতে চুমুতে ছিঁড়ে নেব ঠোঁট।
গোগ্রাসে ভালোবেসে যাব এক চোট।
আমার প্রেমের স্পর্শে তুই খাবি হুচট।
আমার কল্পনা তোর
শরীর ঘুরে আসে
উরু নয় নাভি নয়
ঠোঁট ভালোবাসে ।
আমি আর পারছি নারে অবশেষে ক্ষান্তি দিলাম
হিসেবটা মিলছে আর নারে কোথায় আছি কোথায় ছিলাম।
0 মন্তব্যসমূহ