— ✍️ সংগীত শীল
ষোড়শী জোৎস্না আঁকা একটি আদর বেলায়
শান্ত কুটিরে স্বপ্নময়ীর শ্রোতা হয়েছিলাম।
কল্পনা চিত্রের মতো আঁকড়ে ধরেছিল সময়
বকুলতলায় আলোকচ্ছটা ছড়িয়ে পড়েছিল অভ্র ভেদে।
জীবন তরীর আনন্দঘন অভিলাষে,
থরে বিথরে আশ্রয়ের বাহানা খুঁজেছিলাম; পথের পথিকের মত।
সন্ধ্যারাত অবিরল নিস্তদ্ধ
হার মেনেছে দীর্ঘদিনের বিষন্নতাও!
অবনিত স্মৃতিপাতার কোটরে রয়ে গেছে সেই রাত,
শেষ ট্রেনে বাড়ি ফেরা আর সাক্ষী বকুলতলা।
0 মন্তব্যসমূহ