পণ প্রথার বিরুদ্ধে

 


✍️ মায়া রানী মজুমদার 


পণ প্রথা এখনও হয় নি একেবারে নির্মূল, 

সমাজে মনুষ্যরাই এখনও করছে ভুল। 

মানব সভ্যতার চরম লজ্জা এই পণ প্রথা, 

এখনও হচ্ছে অবিরাম অবিচার যথা তথা।

অপরের দুঃখকে ভাবে না নিজের দুঃখ, 

নিজে চায় শুধু নিজের পরিবারের সুখ।

কত কষ্ট করে বাবা যে সংসার চালান, 

বাবা'ই জানে শুধু নিজের কষ্টের পরিমাণ।

লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করান বাবা, 

ছেলের বাবা'ই এসে খেলতে চান দাবা।

মেয়ের বাবা বিত্তশালী হলেও অসহায়, 

জন্ম দিয়ে কন্যার একি হল ভীষণ দায়। 

কন্যা-দায় গ্রস্ত পিতা ভাবে বসে নিজে,

একি অরাজকতা চলছে মোদের সমাজে।

এত লেখালেখি,স্লোগানেও হচ্ছে না কাজ।

সমাজ বক্ষে ওদের নাম হয় ঠক্-বাজ।

বোধশক্তি হারিয়ে লোকে করে দরাদরি।

তবু মিঠে না আশ, বিয়েতে করে বাড়াবাড়ি।

নির্মুল হোক পণপ্রথা, চায় কন্যাদায়গ্রস্ত পিতা।

মনুষ্যত্ববোধ ব্যক্তিরাই হয়ে থাকেন ত্রাণ দাতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ