✍️ মাধুরী লোধ
হাসতে হাসতে আমি যখন কেঁদে ফেলি
তুমি নাম দাও লোডশেডিং
ঠাকুরদা ঠাম্মা কে হুঁকো সাজাতে বলে
তুমি বলো ঠাকুরদা খায় ভাত পাতে পুডিং।
মা সেজ বাতিতে তেল ঢালে
তুমি হেসে বলো আসবে পূর্নিমা
ছবির পট এ আমার ছবির নেই
তুমি কেঁদে বলো হারিয়েছে অরুনিমা।
নিশাচর পোটলা বাঁধে
তুমি নাম দাও এবার গঙ্গা পাড়
মানুষ মানুষে বাঁধে শেকলে
তুমি বলো এটার নাম কাঁটাতার।
মোবাইল ইন্টারনেট নেই এখানে
যুবক বলে খাই পেঁপের শুক্ তানি
মরিচ পোড়া খেয়ে দম লাগায় শ্রমিক রা
ব্যবসা দার বলেন আমদানি রপ্তানি।
মুখ ফসকে বলি ছুটি চাই
মালিক বললো ঠকবাজ
কঠিন সময়ে কঠিন প্রবাদ
মানুষ ভাবে এ যে মরন ফাঁদ।
এক করো সব এক করো
সবাই বলছে ঠকিও না আর
তুলা দন্ডে ফের বসায় ব্যাপারী
তুমি বলো দেখো না মন হবে অসার।
0 মন্তব্যসমূহ